আল আমীন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ'এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ০৬ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। শ্রদ্ধায়,ভালোবাসায় স্মরণ সরকার গোলাম ফারুক ' শিরোনামে একুশে পাঠচক্রের ৭০ তম আসরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন প্রয়াত গোলাম ফারুকের ভাতিজা ডা.মেহেদী হাসান,ছোট বোন শাহীন মাহবুব, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এমএ হাকাম হীরা,ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের প্রফেসর আনিসুজ্জামান,নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল,মাহমুদুল হাসান,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা।উপস্থাপনা করেন নাট্যশ্রমীর চেয়ারম্যান অভিনয় শিল্পী রুকুনুজ্জামান জুয়েল ।এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক,সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন একুশে দ্যুতি।