প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১১:৪২ অপরাহ্ণ
ফরিদপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ লক্ষ্যে মতবিনিময় সভা

ফরিদপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় ১৯ নং চর টেপুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে জমিদাতা সদস্য, ম্যানেজিং কমিটির সদস্য ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও বিদ্যালয় এর নিকটতম প্রতিবেশী নাগরিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফরিদপুর সদর কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন জমিদাতা সদস্য নর্থ চ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাকুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ আলমগীর খান সহ প্রমূখ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.