প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ
বাগমারা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার এ উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক আকবর আলীর সভাপতিত্বে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশন শেষে দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির সভাপতি সম্পাদকসহ দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দের হাতে প্রেসক্লাবের দায়িত্বভার হস্তান্তর করেন আহ্বায়ক আকবর আলী।
দ্বিতীয় অধিবেশনে নব নির্বাচিত কমিটির সভাপতি রাশেদুল হক ফিরোজের সভাপতিত্বে প্রেসক্লাবের নির্বাচিত কমিটির সহ সকলের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সেই সাথে প্রেসক্লাবের উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগমারা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, নব নির্বাচিত সহ-সভাপতি নুর কুতুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধাক্ষ আব্দুল মতিন, কপিরাইট সম্পাদক আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ মামুন, আলতাব হোসেন মন্ডল, মমিনুল হক সবুজ, আবু বাক্কার সুজন, নাজিম হাসান।
উপস্থিত ছিলেন সাংবাদিক ইউসুফ আলী সরকার, মাহফুজুর রহমান প্রিন্স, ফারুক আহমেদ, রতন কুমার প্রমুখ। বাগমারা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.