প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় কক্সবাজার ৩৪ বিজিবি'র অধিনস্থ ঘুমধুম বিওপি'র বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। সীমান্তের ৩৪ নং পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরের মক্করটিলা নামক স্থান থেকে এসব ইয়াবা উদ্ধার করে বিজিবি।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র দায়িদ্বপূর্ণ এলাকায় বাইশফাঁড়ী বিওপি'র জোয়ানরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
বিজিবি'র প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী'র নেতেৃত্ব নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি বিওপির টহল দল অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন উদ্ধারকৃত মাদক সীমান্তের মাদক পাচারকারীগণ অবৈধ পন্থায় পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে এনে, অন্যত্র পাচারের জন্য চেষ্ঠা করেছিল। বিজিবি'র বিচক্ষণতার কারণে মাদক পাচারকারী চক্র সফল হতে পারেনি। তবে এ অভিযান চলমান রয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.