কক্সবাজারের টেকনাথ থেকে দুইজন অপরহরণকারী আটকসহ তাদের কাছে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলেন, জসিম উদ্দিন (২০) ও মো. হাসান (২৫)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বৃহস্পতিবার সকালে টেকনাফ পৌরসভার শাপলা চত্ত্বর এলাকায় মানব পাচারের উদ্দেশ্যে ২ জন ভিকটিমকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের কক্সবাজার জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার একটি আভিযানিক টিম টেকনাফ পৌরসভার শাপলা চত্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে ২ (দুই) ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পাশাপাশি আটককৃত ব্যক্তিদের হেফাজত হইতে ভিকটিম মো. আকাশ (২০) ও রহমত উল্লাহ (১৮) কে উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গত দুইদিন আগে কক্সবাজার পাহাড়তলী এলাকা থেকে মিশুক গাড়ীর ড্রাইভার মো. আকাশ ও হেলপার রহমত উল্লাহ নামের ২ (দুই) জন ভিকটিমকে আসামীরা সাবরাং নয়াপাড়া সাকিনের একটি বন্দিশালায় আটক করে রেখে মালয়েশিয়া পাচার করতে চেয়েছিলো।
টেকনাথ থানার ওসি জানান, ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফাতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ডিআই/এসকে