প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ
মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধে প্রচার অভিযানে মতামত বিনিময় সভা

বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি শাখার আয়োজনে প্রতি বছরের ন্যায় চলতি বছরেও নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এর ধারাবাহিকতায় নারী নির্যাতন প্রতিরোধে প্রচার অভিযান মতামত বিষয়ক ১৬ দিন ব্যাপী কার্যক্রমের উপর মতামত সভা অনুস্ঠিত হয়েছে।
বৃহাস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় বেসরকারি সংস্থ্যা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম কার্যালয়ে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধসহ বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক নানাবিধ আলোচনা করা হয়।
এসময় মতামত বিনিময় সভায় অনন্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস,মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব আহবায়ক এইচ এমদ শহিদুল ইসলাম, সাবেক সম্পাদক মেজবাহ ফাহাদসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি অফিসের প্রোগ্রাম অফিসার স্বপন হালদার, প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার,সিস্টেম অফিসার এলিনা বৈদ্য, যুব ফোরাম সদস্য সিয়াম,শিশু ফোরাম সদস্য ফারজানা সহ স্থানীয় সুধীজন উপস্হিত ছিলেন।
মতামত বিনিময় সভায় নারী শিশুর নির্যাতনের কুফল,বৈষম্য, নিয়ে আলোচনা করে বক্তারা বলেন পরিবারে বাবা- মা-মেয়ে-ছেলে ও ছেলে বউ ভালো থাকলে সম্পুর্ণ পরিবার ভালো থাকবে।
সভায় উপস্থিত সকলে প্রতিটি শিশুর জন্য সহিংসতা মুক্ত ভালবাসার পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে প্রত্যেকের পরিবার এ বেড়ে ওঠার সুযোগ করে দেয়াসহ পরিবারকে স্বাবলম্বী করতে উৎসাহিত করা এবং তার পাশাপাশি নারীর প্রতি সহিংসতা না করে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, শিশুদের লেখাপড়ার প্রতি যত্নশীল হওয়ার পক্ষে সকলে সকলের প্রতি মতামত প্রদান করেন এবং ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম এর প্রশংসা সহ বিভিন্ন প্রজেক্ট এর কার্যক্রম আরো বৃদ্ধি করা যায় কিনা সে বিষয়ে মতামত প্রদান করা হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.