
জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে পটুয়াখালী জেলা পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মোঃ আনোয়ার জাহিদ, জেলা পুলিশ সুপার পটুয়াখালী’র সভাপতিত্বে ও আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ)’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও মোঃ জাকির হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও আবদুস সালাম আরিফ এবং পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।