ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বরিশাল রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন ডিজি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর ) বরিশাল রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং বাহিনীর সর্বস্তরের সদস্যদের সাথে মতবিনিময়কালে দেশের মানব নিরাপত্তা, আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক সংকট উত্তরণে আনসার বাহিনীর কার্যকরী ভূমিকা সংক্রান্ত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। ৫ আগস্ট ২০২৪ পরবর্তী বাংলাদেশের নবজাগরণের ধারাবাহিকতায় বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও বৈষম্যহীন কল্যাণকর কার্যক্রমের নিমিত্তে গৃহীত চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে তিনি সকলকে সাধারণ ধারণা প্রদান করেন। “সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার” স্লোগানটিকে সামনে রেখে দেশের আর্থ সামাজিক পট পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জোরালো উদ্যোগ ও সম্ভাবনায় অনুপ্রাণিত হয়ে স্বীয় ভূমিকা পুনর্জীবিত করার জন্য মহাপরিচালক নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় কৃষিনির্ভর বাংলাদেশে প্রান্তিক কৃষকদের সাহায্যে এগিয়ে এসেছে আনসার ও ভিডিপি সদস্যরা।

ধান কেটে দেয়ার মত শ্রমসাধ্য কাজের মাধ্যমে সাধারণ কৃষকদের পাশে দাড়িয়ে তারা প্রত্যক্ষভাবে অবদান রাখছে খাদ্য নিরাপত্তায়। মহাপরিচালকের উদাত্ত আহ্বানে অনুপ্রাণিত হয়ে এবছর দেশের ৬ টি জেলায় ৫০০ জনেরও বেশী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা ধান কেটে ও মাড়াই করে দরিদ্র কৃষকদের পাশে দাড়িয়েছেন স্বেচ্ছা সেবার ভিত্তিতে।

বরিশাল রেঞ্জের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মহাপরিচালক বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সকল পর্যায়ের দায়বদ্ধতা ও অধীনস্তদের মৌলিক অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসরণে আরো বেশি নিবেদিত হওয়ার আহ্বান জানান।

তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সামাজিক সচেতনতা কার্যক্রম ও পরিবেশ রক্ষায় যথাযথ ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তরুণ সমাজের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থাকে আরো বেশি যুগোপযোগী ও অন্যান্য মন্ত্রনালয়ের স্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে যুগোপৎ কার্যক্রম গ্রহণ করতে হবে।

প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজস্ব পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমকে গতিশীল ও নতুন প্রজন্মের কর্মক্ষেত্রসমূহের সাথে সম্পৃক্ত করার জন্য মহাপরিচালক দিকনির্দেশনা প্রদান করেন। জনগণের ট্যাক্সের টাকায় রাজস্বখাতে রবাদ্দকৃত প্রতিটি পয়সার জবাবদিহিতা ও সমাজের উন্নয়নে দৃশ্যমান ফলাফল নিশ্চিত করতে হবে-এই বাহিনীর প্রতিটি সদস্যকে। বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে মহাপরিচালক বাহিনীর সদস্যদের আবাসনের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ প্রশিক্ষণ ও প্রশাসনিক লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

সক্ষমতা-মৌলিক অধিকার-কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদনে সকলের সহযোগিতা ও অংশগ্রহণমূলক চেতনায় উজ্জীবিত হতে মহাপরিচালক অনুপ্রেরণা প্রদানপূর্বক পরিদর্শন শেষ করেন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ