
রাজধানীর গুলশান-১ এর নিকেতন বটতলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বুধবার (৪ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পায় বলে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো.শাহজাহান হোসাইন।
তিনি জানান,রাত ১০টা ১০ মিনিটের দিকে গুলশান-১ এর নিকেতন বটতলা বস্তিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বর্তমানে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ডিআই/এসকে