ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

সীমান্তে বিজিবি দুই সদস্যকে হত্যাচেষ্টা ঘটনায় ২’শ জনের নামে মামলা,গ্রেফতার ২

বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র দুই সদস্যকে সীমান্তে হত্যাচেষ্টা ঘটনায় ২’শ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় দুই চোরাকারবারিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণকৃতরা হল, জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত গ্রাম মৌলারপাড়ের রফিকুল ইসলামের ছেলে পেশাদার চোরাকারবারি দেলোয়ার হোসেন, একই গ্রামের রিপন মিয়ার ছেলে অপর পেশাদার চোরাকারবারি মোবারক মিয়া।
সিলেট সেক্টরের , সিলেট ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির জেসিও নায়েব সুবেদার হারুন অর রশীদ বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান ও বিজিবি দুই সদস্যকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে আক্রমন করে জখম করার অভিযোগ এনে দোয়ারাবাজার থানায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওই মামলাটি দায়ের করেন।
মামলার অন্যান্য আসামিরা হল, উপজেলার সীমান্ত গ্রাম কলাউড়ার মৃত ফজর আলীর ছেলে কাহার দুক্ষিণ ক্যাম্পের ঘাটের মৃত রতন আলীর ছেলে শুক্কুর আলী , উওর কলাউড়া সীমান্ত গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল মজিদ, একই গ্রামের আব্দুর রশীদের ছেলে আবুল কালাম , সীমান্তগ্রাম শ্রীপুরের আব্দুল কাইয়ুমের ছেলে খালিদ হানান নান্নু সহ অজ্ঞাত নামা ২’শ জন।
প্রসঙ্গত,ভারতের মেঘালয় রাজ্যে পাচারকালে মঙ্গলবার ভোররাতে ৪৮ বিজিবির দোয়রাবাজারের বাংলাবাজার বিওপির টহল দল ১৬১ বস্তা (৩ হাজার ২২০ কেজি) রসুন সীমান্তের মৌলারপাড় থেকে জব্দ করে। বিওপিতে জব্দকৃত রসুনের চালান নিয়ে ফেরার পথে সীমান্তে রসুনের চালান ছিনিয়ে নিতে বিজিবি টহল দলের ওপর হত্যাচেষ্টার উদ্দেশ্যে ও সরকারি কাজে বাধাপ্রদানে চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে হামলা করে। এতে দুই বিজিবি সদস্য জখম সহ গুরুতর আহত হন।

বুধবার দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান,বিজিবি টহল দলের উপর হামলায়, হত্যাচেষ্টা, হুমকি প্রদর্শন সরকারি কাজে বাধা প্রদানে জড়িত দেলোয়ার হোসেন ও মোবারক হোসেন নামক দুই চোরাকারবারিকে গ্রেফতার দেখিয়ে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করার পর আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। পলাতক ও ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান চলামান রয়েছে বলেও জানান ওসি।

বুধবার সিলেট সেক্টরের ,সিলেট ৪৮-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান স্থানীয় জনসাধারণ, অন্যান্য সকল আইনশৃস্খলা রক্ষাকারি বাহিনীকে মানবপাচার,সীমান্তে এপার ওপার অবৈধ অনুপ্রবেশ বন্ধে,মাদকসহ যে কোন ধরণের চোরাচালান,সীমান্তে অপতৎপরতা প্রতিরোধে বিজিবিকে সহযোগিতার আহবান জানান।

শেয়ার করুনঃ