
রাউজান উপজেলাধীন পূর্ব গুজরা আধার মানিক খ্যাতি পাড়ায় একদল সমাজ কর্মী ও ষুব সমাজের যৌথ উদ্যোগে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় খ্যাতি পাড়া সমাদর ক্লাব। খ্যাতি পাড়ার সকল শিশু-কিশোরদের মনন ও সুন্দর সমাজ গড়ার নিমিত্তে ২০২০ সালে খ্যাতি পাড়া সমাদর ক্লাব কর্তৃক প্রতিষ্ঠিত হয় খ্যাতি পাড়া ফ্রাইডে ধাম্মা স্কুল। আজ সোমবার সমাদর ক্লাব ফ্রাইডে ধাম্মা স্কুল ৩য় বর্ষপূর্তি।
উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন খ্যাতি পাড়া সমাদর ক্লাবের সভাপতি কিরণ বড়ুয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাদর ক্লাবের আজীবন সদস্য সমাজসেবক রুপন বড়ুয়া।
অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন সমাদর ক্লাব ধাম্মা স্কুলের শিক্ষক ও সমাদর ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজয় বড়ুয়া।আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন সমাদর ক্লাবের প্রধান উপদেষ্টা মানিক বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত সুমন বংশ মহাথের।
প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন সমাদর ক্লাবের ধর্মীয় সম্পাদক প্রজ্ঞা বংশ ভিক্ষু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণয় বড়ুয়া, আজীবন সদস্য, অজয় বড়ুয়া, অর্থ-সম্পাদক,রনি বড়ুয়া,আজীবন সদস্য,রুবেল বড়ুয়া, সহ-সভাপতি, সুমন বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক, সুমেধ বড়ুয়া, ধর্মীয় সম্পাদক সহ সমাদর ক্লাবের সন্মানিত সকল সদসবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন সমাদর ক্লাবের সহ- সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্চয় বড়ুয়া।