
মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার: নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনে শিক্ষক কেয়ারটেকারদের কে নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ সকাল ১০ ঘটিকায় উপজেলা হলরুমে মোঃ আবুল হোসেন এর সঞ্চলনায় ও মোসাঃ মল্লীকা খাতুন ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই,এর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয
এতে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের সকল শিক্ষক,শিক্ষিকা কেয়ারটেকারগণ উপস্থিতি ছিলেন৷অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত ও হামদনাতের মাধ্যমে শুরু করা হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুহিদুল ইসলাম ,হাম ও নাত পেষ করেন মাওলানা মোঃ পারভেজ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন এমসি আত্রাই উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন। আরও উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক জিসি, মোঃ আব্দুল জলিল জিসি ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই। হাফেজ সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ অর্থ সম্পাদক আত্রাই প্রেসক্লাব,মোঃ আব্দুল হাই আল হাদি সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন বলেন আপনারা যারা ইমাম সাহেব আছেন আপনারা মসজিদে মসল্লীদের মাঝে খুতবার পুর্বে বক্তব্য রাখবেন মল্লীরা যেন তাদের সন্তান ও নাতি দের সংগে করে নিয়ে মসজিদে আসেন তাদেরকে নামাজি বানাতে হবে তারাই দেশের ভবিষ্যৎ। আমরা কেহই দুনিয়ায় ছিলাম না থাকবৌনা দুনিয়াতে আল্লাহ পাক কিছু সওয়াব করারা জন্য পাঠিয়েছেন আর এর বিনিময়ে সুখ আর সান্তি দান করবেন। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনার সবাই ছাত্র ছাত্রীদের অভিভাবকদের কে বুঝাবেন সকল শিক্ষার্থিদের হাতে যেন সকাল বেলা আমপারা হাতে থাকে ও এক বছরে যেন সবাই কোরআনের ছবক নিতে পারে। আমি আত্রাই উপজেলাতে থাকা কালিন আপনাদের কে সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা শিক্ষার্থীদের কে বুঝাবেন কোন শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বাদ না পরে এছাড়াও আপনারা জুম্মা নামাজের খুতবার আগে সবাই কে বলবেন কোন প্রকার যেন অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে এ বিষয়ে সবাই সতর্ক থাকতে বলবেন ,আমরা আল্লাহর হুকুম মেনে চলবো,আমরা সবাই অংশ গ্রহণ নিবো,সমাজে বাল্যবিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং, জঙ্গীবাদ দুর করার জন্যে চেষ্টা করিবো, এছাড়াও বিভিন্ন দিক নিয়ে নিয়ে আলোচনা করেন এবং এই বিষয়ে সবাইকে সচেতন করতে সকল শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহবান জানান তিনি৷।অনুষ্ঠানটিতে দেশবাসীর শান্তি কল্যান কামনা ও সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।