
পটুয়াখালী সদর উপজেলাধীন ২নং বদরপুর ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মোঃ বাবুল হোসাইন হাওলাদার।
২ নং বদরপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাবুল হোসাইন হাওলাদার গত ২৬ নভেম্বর এ পরিষদের প্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন।
২নং বদরপুর ইউনিয়ন পরিষদের ( ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বাবুল হোসাইন হাওলাদার বলেন, তিনি বর্তমানে ২ নং বদরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছেন। সে তার দায়িত্ব পালন কালিন সময়ে সততা ও নিষ্ঠার সাথে বদরপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চায় এবং আগামী দিনে বদরপুর ইউনিয়ন পরিষদের যে অগোছালো কিছু কাজ আছে সে কাজ গুলো তরান্বিত করার জন্য তিনি বদরপুর ইউনিয়ন বাসী সবার কাছে দোয়া ও দোয়া প্রত্যাশা করেন।
সে আগামী দিনে বদরপুর ইউনিয়ন কে একটা ডিজিটাল পরিষদ বা সঠিক এবং দূর্নীতি মুক্ত পরিষদ গঠন করবেন এই আশাবাদ ব্যাক্ত করে তার জন্য সকলের নিকট দোয়া চান।