ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

পাইকগাছা উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

খুলনা জেলার পাইকগাছা উপজেলার অনির্বাণ লাইব্রেরির আয়োজনে ঢাকা ব্যাংক লিমিটেডের অর্থায়ন ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন, ‘ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি সুখী সমৃদ্ধিশালী দেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটা সময় ছিল বেশিরভাগ মানুষ কোন রকমেই খেয়ে পরে বেঁচে থাকতো। এখন আর সেই দিন নেই। বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করায় এখন দেশের কোন মানুষকে না খেয়ে থাকতে হয় না। তিনি আরোও বলেন, কৃষক হচ্ছে এ দেশের মূল চালিকা শক্তি। বাংলাদেশের ১৮ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে এ দেশের কৃষকরা। কিন্তু জনবহুল দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি কৃষিকে যান্ত্রিকরণ করতে হবে।’

অনির্বাণ লাইব্রেরীর সভাপতি ও কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা’র সভাপতিত্বে ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের এ্যাসিস্টান্ট সেল্স ম্যানেজার কৃষিবিদ জাকিরুল ইসলামের সঞ্চালনায় “বাঁচলে কৃষক বাঁচবে দেশ, উন্নয়নে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরার জেলার তালা এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৫০০ (পাঁচ শতাধিক) কৃষকের মাঝে ০১ (এক) বিঘা পরিমাণ জমির বোরো ধান উৎপাদনের জন্য কীটনাশক ও বীজ-সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

উক্ত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম; উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ; ঢাকা ব্যাংকের অ্যাগ্রিকালচার ব্যাংকিং ইউনিটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড ইনচার্জ কাতেবুর রহমান; পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার কৃষিবিদ রফিকুল ইসলাম; উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম মনিরুল হুদা এবং ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ