ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কনটেন্ট ক্রিয়েটর ‘ক্রিম আপা’ গ্রেফতার
রাজনৈতিক পরিচয় ব্যবহার: পাহাড় সমান অপকর্মে জড়ান দাদন মুন্সী
এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট প্রশ্ন কোথায় বসে টাকার হিসাব করছেন-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
আসামি না হয়েও রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর বেলজিয়াম প্রবাসী আ’লীগ সভাপতির মৃত্যু
ঝালকাঠিতে পরীক্ষার প্রথম দিনেই একজন বহিষ্কার, চার শিক্ষককে অব্যাহতি
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত -২
ফরিদপুরে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি ‌সংহতি জানিয়ে বিএনপির কর্মসূচি
কুষ্টিয়ায় চোর সন্দেহে রিক্সাচালককে হত্যার অভিযোগ
সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে আস্কারপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ফেসবুকে গুজব ও অপপ্রচারকে নান্দাইল যুব ফোরামের লাল কার্ড
দখল হওয়া পাবলিক স্পেস উদ্ধারে অভিযান করবে ডিএনসিসি:ডিএনসিসি প্রশাসক
পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল
কয়লার চেয়ে প্রাণ দামী: বাঁশখালীর শহিদদের স্মরণে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে চাকরিচ্যুত হলেন আনন্দ টিভির সাবেক ডিএন‌ই প্রশান্ত দাশ কথা
ব্যবসায়ীকে মারধর, ছিনতাই, বিবস্ত্র করে ভিডিও ধারন: শ্রমিক দল নেতা গ্রেফতার

মিরসরাইয়ের সাংবাদিকদের উপর হামলাকারী – হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা

মিরসরাই উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মতবিনিয়ম সভার সভাপতিত্ব করেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল আলম।

মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। সাংবাদিকদের হুমকি-ধামকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না। যারা সাংবাদিকদের হামলা, হুমকি দিচ্ছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জীবনবাজি রেখেই সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে মফস্বলের সাংবাদিকরা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে প্রায়ই।

এসময় দৈনিক নয়া দিগন্ত ও জাগো নিউজের প্রতিনিধি এম মাঈন উদ্দিন এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি আনোয়ারুল হক নিজামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমকালের প্রতিনিধি বিপুল দাশ, লাল সবুজ বাংলাদেশের প্রতিনিধি নয়ন কান্তি ধুম, বণিক বার্তার প্রতিনিধি রাজু কুমার দে, জনকন্ঠের প্রতিনিধি রাজিব মজুমদার, বাংলাদেশ প্রতিদিনের এম আনোয়ার হোসেন, আলোকিত বাংলাদেশের আবু সাঈদ ভূঁইয়া, মানবকন্ঠের প্রতিনিধি নাছির উদ্দিন, ভোরের দর্পণের প্রতিনিধি আশরাফ উদ্দিন, ইত্তেফাকের প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন, সাংবাদিক আবু সুফিয়ান, সময়ের আলোর প্রতিনিধি সাদমান সময়, সি প্লাস টিভির প্রতিনিধি বাবলু দে, বাংলা টিভির প্রতিনিধি দিদারুল আলম, মোহনা টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলাধারার প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. জাবেদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- দৈনিক কালবেলা ও দৈনিক ফেনীর প্রতিনিধি নুরুল আজহার, ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, সিভয়েসের প্রতিনিধি ফিরোজ মাহমুদ, আমাদের নতুন সময়ের প্রতিনিধি জুয়েল নাগ, আব্দুল মন্নান রানা প্রমুখ।

সভায় সাংবাদিকরা আরও বলেন, সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, হত্যার হুমকিসহ বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে। যখনই কোনো দুর্নীতি কিংবা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয় তখনই চালানো হয় এসব নির্যাতন। স্বাধীন দেশের স্বাধীন পেশা সাংবাদিকতাকে পরাধীন হতে দেয়া যাবে না। অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের লেখনী অব্যাহত থাকবে। এসময় তারা সাংবাদিকদের ওপর হামলাকারী এবং হুমকিদাতাদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার বিএনপির অনুমতি না নেয়ার অভিযোগ করে পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে হামলা চালায় পৌরসভা যুবদেলর আহ্বায়ক কামরুল হাসান। সেখানে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক ভোরের দর্পণের মিরসরাই প্রতিনিধি সাংবাদিক আশরাফ এর ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তার ব্যবহৃত স্মার্টফোনটি কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে হামলাকারীরা। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো সমর্থকরা সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দিয়ে হুমকি প্রদান করে।

শেয়ার করুনঃ