
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হিন্দুত্ববাদী উগ্রপন্থীদের হামলার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে মেলান্দহ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে মেলান্দহ বড় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বর হয়ে পুনরায় বড় মসজিদের সামনে গিয়ে শেষ করেন।
এসময় বিক্ষোভকারীদের “বয়কট বয়কট ভারত বয়কট”, “আমার সোনার বাংলায় ইসকনের ঠাই নাই, শাহজালালের বাংলায় ইসকনের ঠাই নাই” স্লোগান দিতে থাকে।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দিন, সহ- সভাপতি মাওলানা আব্দুল্লাহ,
মেলান্দহের সাধারণ সম্পাদক মুফতি সোলায়মান হাসান। জমিয়তে ওলামার মেলান্দহ পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব প্রমুখ। এসময় বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ নিয়ে ভারতের গভীর ষড়যন্ত্রের নিন্দা-প্রতিবাদ ও উদ্বেগ জানিয়ে কড়া সমালোচনা করে বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলার সুযোগ করে দিয়ে ভারত ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে। বাংলাদেশ মিশনে হামলার মাধ্যমে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে। এ হামলার জন্য ভারতকে নি:শর্ত ক্ষমা চাইতে হবে। হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশের জনগণ এর দাঁত ভাঙ্গা জবাব দিব।
প্রতিবাদ সভা শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাতের মাধ্যমে এ আয়োজন শেষ হয়।