ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

পঞ্চগড় জেলা প্রশাসনের গাড়ির সাথে সংঘর্ষে কিশোরগঞ্জে নিহত-১

জেলা প্রশাসন পঞ্চগড় স্টিকার সম্বলিত গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২-ডিসেম্বর) সকাল আনুমানিক নয়টার দিকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলাধীন বড়ভিটা বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোঃ নাজমুল ইসলাম (৩৫)।
সে ঐ এলাকার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা দলবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত জমসের আলীর ছেলে। সে ঐ এলাকার বাজেডুমুরিয়া বায়তুন নুর জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির(স্টিভ) তিনি জেলা প্রশাসন স্টিকার সম্বলিত ঐ গাড়িতে করে মিটিংয়ের উদ্দেশ্যে রংপুরের দিকে যাচ্ছিলেন। গাড়ি চালক ছিলেন (শ্রমিক অনিয়মিত মুজুরি গাড়ি চালক) পদে নিয়োগ প্রাপ্ত বৈধ লাইসেন্সধারী ড্রাইভার মোঃ মাছুদ রানা। স্বাভাবিকভাবেই গাড়ি চালাচ্ছিলেন চালক মোঃ মাছুদ রানা।
প্রতিমধ্যে ঘটনাস্থলের পাশে পাম্প থেকে মোটরসাইকেলের তেল কেনার উদ্দেশ্যে নিহত মোঃ নাজমুল ইসলাম হটাৎ করে একটি ইজিবাইক এর পেছন থেকে বের হয়ে পাম্পের দিকে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোঃ নাজমুল ইসলামের মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর পূর্বক দাফন সম্পন্ন হয়। স্থানীয়দের অনুরোধে মৃত্যু পরবর্তী সকল কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় হতে নিহতের পরিবারকে নগদ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে পাকা বাড়ি ও তার স্ত্রীর কাজের ব্যবস্থা করে দেওয়া হবে মর্মে আশ্বাস প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করে, কিশোরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অসাবধানতা বশত সড়ক পার হতে গিয়ে সরকারি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি।
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি হক গণমাধ্যমকে বলেন, নিহতের পরিবারকে নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারকে পুনর্বাসনের জন্য আমরা সার্বিক অবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুনঃ