
কক্সবাজার সদর থানার পৌরসভার ১০নং ওয়ার্ড ঈদগাঁ ময়দান এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-মো.সাহেদ হোসেন(১৮), পিতা- আলী হোসেন,মো.রহিম(১৯),পিতা নুর নবী, মো. রাকিব(১৯)পিতা-মোক্তার আহমদ,শহীদ হোসাইন(২৫) পিতা-নুর নবী,মো.আব্দুর রহিম(১৬),পিতা-নবাব সিরাজুল ইসলাম।
সোমবার দিবাগত রাত ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেক একটি টিপ ছুরি, একটি ধারালো ফোল্ডিং ছুরি,একটি ধারালো ফোল্ডিং ছুরি, একটি ধারালো ফোল্ডিং ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত ব্যাটারি চালিত টমটম অটোরিক্সা উদ্ধার করা হয়।
মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ
তিনি বলেন,কক্সবাজার থানাধীন কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডস্থ ঈদগাঁ ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪টি বিভিন্ন ধরনের ধারালো ছুরি এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি টমটম অটোরিকশা সহ পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
আসামীদের সঠিক নাম-ঠিকানা যাচাই পূর্বক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিআই/এসকে