
বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর ও থানা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলাার মামলাসহ বিভিন্ন মামলা থেকে খালাস দেওয়ায় ২ নভেম্বার সোমবার বিকেল ৪টায় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল ও পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম এর নেতৃত্ব এক আনন্দ মিছিল অনুস্ঠিত হয়।
আনন্দ মিছিল শেষে সরকারি এস এম কলেজ মোড়ে মিলিত পথসভায় আলোচনা করেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন সামাদ, আসাদুজ্জামান মিলন, মুক্তা খানম মাহমুদা, সাবিনা ইয়াসমিন টুলু, জিয়াউল হাসান টুটুল, মজনু মোল্লা, মাসুদ খান চুন্নু ও মশিউর রহমান জুয়েলসহ থানা এবং পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত উৎসক নেতা ও কর্মীবৃন্দ মিস্টি বিতরণ করেন।