ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
ভারতের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের দায়িত্ব নিল
পঞ্চগড়ের বোদায় ৩১ শয্যার জনবলে চলছে ৫০ শয্যার হাসপাতাল
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ধিত সভা
পাঁচবিবিতে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণ
মিরপুরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীতে ৭০৪ জন আনসার-ভিডিপি সদস্যকে নিয়ে টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
এলজিইডির প্রকল্পের টাকায় স্ত্রীকে গাড়ি-বাড়ি কিনে দিচ্ছেন পরিচালক
মিরপুরের বস্তিতে আগুন
খুলনায় যানজটমুক্ত নগরী গড়তে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ
আ.লীগ কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা, ১১ নেতাকর্মী আটক
জলঢাকায় কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
তানোরে লাশ উদ্ধারের ঘটনায় ৬ জনের নামে হত্যা মামলা গ্রেপ্তার ৩ জনকে জেল হাজতে প্রেরন
কোরবানির ঈদকে সামনে রেখে আমিন বাজার ল্যান্ডফিল আকস্মিক পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক

গাজীপুরে গ্রেফতার হলো ২৪ মামলার সাজাপ্রাপ্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামু

গাজীপুরের টঙ্গী অঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণকারী হিসেবে পরিচিত টঙ্গীর এরশাদ নগর এলাকার ৪ নম্বর ব্লকের তমিজ উদ্দিনের ছেলে কামু বাহিনীর প্রধানকামরুল ইসলাম কামুকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২ই ডিসেম্বর সোমবার ভোর চারটার দিকে গাজীপুরের বাঘের বাজার এলাকার সাবাহ গার্ডেন নামক একটি রিসোর্টে অভিযান চালিয়ে
তাকে গ্রেপ্তার করা হয়। কামু টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। ২ই ডিসেম্বর সোমবার দুপুরে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুর প্রেফতারের খুশিতে ৪৯ নং ওয়ার্ড এরশাদনগর এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে স্থানীয় এলাকাবাসী। পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গাজীপুরের টঙ্গীতে ফেরেন ২৪ মামলার সাজা প্রাপ্ত আসামি কামরুল ইসলাম ওরফে কামু। টঙ্গীতে ফিরেই অপরাধ জগতের নিয়ন্ত্রণ নেন। নিজ নামেই গড়ে তোলেন সন্ত্রাসী ‘কামু বাহিনী’। এলাকার বাসিন্দাদের কাছে আতঙ্কের প্রতিশব্দ ছিল কামু। তার বিরুদ্ধে .টঙ্গী পূর্ব থানায় অবৈধ অস্ত্র বেচাকেনা করায় ৩টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি, বিস্ফোরক দ্রব্য আইনে দুটি, জোড়া হত্যা মামলাসহ ৩টি হত্যা মামলা, চাঁদাবাজি ঘটনায় একটি ও সরকারি সম্পত্তি দখলের অভিযোগে একটি ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে ৩টি মামলাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে। এছাড়াও
তার বিরুদ্ধে আরো ৮টি গ্রেফতারি পরোয়ানা মুলতবি রয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, কামরুল ইসলাম কামুর অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এক্যবদ্ধ হওয়া ও প্রশাসনের নিয়মিত অভিযানে নিজ আত্মীয়ের এলাকা ছাড়েন একাধিক মামলার আসামি কামরুল ইসলাম কামু । কামু আত্মগোপনে যাওয়ার পর থেকে তার সহযোগীরা এলাকার সিনিয়র নেতাদের আশ্রয়ে থকাতে মরিয়া হয়ে উঠেছে। এদের কে যেন চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়। তা না হলে এরা সক্রিয় হয়ে পুনরায় সৃষ্টি করবে একাধিক কামু বাহিনী। গাজীপুর মহানগরী দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. আকবর আলীমুন্সি বলেন, সোমবার ভোরে কামু বাহিনীর প্রধান কামুকে গ্রেপ্তার শেষেগোয়েন্দা পুলিশের কার্যালয় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুনঃ