মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার :নওগাঁর রাণীনগরে বাবা মেয়ে ট্রেনে কাটা পরে মৃত্যু হয়েছে। .নওগাঁর রাণীনগরে আজ সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ সকাল ৯ঘটিকায় রাণীনগর উপজেলার চকের পুল নামক স্থানে বরেন্দ্র একপ্রেস ট্রেনে বাবা মেয়ে কাটা পরে মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত্যু ইসমাইলের ছেলে কুরবান আলী ৪৫ ও মেয়ে কুহেলী০৭ বছর।
প্রাথমিক অবস্থায় সবায় ধারণা করছে যে কুরবান আলীর পারিবারিক কলহের জের ধরে হইতবা এই আত্যহত্যার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হয়। এলাকার সাধারণ জণগণের মাধ্যমে জানা যায় যে মৃত্যু কুরবান আলীর স্ত্রী কিছু আগে সংসারে গন্ডগোল লেগে সংসার ছেড়ে চলে গিয়েছে। এর পর থেকে সংসারে সব সময়ে অশান্তি লেগেই ছিলো।আজ সোমবার সকাল কুরবান আলী মেয়ে কুহেলী০৭কে সংগে নিয়ে রাণীনগর চকের পুল নামক স্থানে বরেন্দ্র একপ্রেস ট্রেনের বাবা মেয়ে কাটা পরে মারা জায়,স্থানীয় লোকজন এসে বাবা মেয়ের লাশ শনাক্ত করেন। মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে কাটা বাবা মেয়ের লাশ উদ্ধার করে।