
সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ (গোগদ) এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার কলামুড়ি নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো: হানিফ মিয়া ও নুরুল ইসলামের ছেলে মো: ইয়াছিন মিয়া। এ সময় তাদের কাছে থেকে ২টি লোহার রোড, ১টি লোহার পাইপ ও একটি রাম দা উদ্ধার করে জব্দ করা হয়েছে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে: রফিকুল হাসান। তিনি জানান, পলাতক আসামীদের বিরুদ্ধে সরাইল থানার মামলা নং-০১ তারিখ-০১/১২/২৪খ্রি, ধারা-৩৯৯/৪০২ পেলান কোড মামলা রুজু করা হয়েছে। এছাড়া এদের সাথে থাকা পলাতক ডাকাত সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।