দূর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফার কারণে অস্বাভাবিক ভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখার আয়োজনে আদালত চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, নড়াইল কেন্দ্র জামে মসজিদের ইমাম ও (ক্যাব) এর সভাপতি মাওলানা শফিউল্লাহ, সাধারণ সম্পাদক কাজি হাফিজুর রহমানসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, দূর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে গোলআলু, পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দুটি পণ্যের দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আইনে নিষিদ্ধ থাকলেও খোলা বাজারে ভোজ্য তেল দিদারছে বিক্রি হচ্ছে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।