নাজিম সরদার খুলনা সদর প্রতিনিধি:আজ ১ ডিসেম্বর ২০২৪ (রবিবার) খুলনা জেলা স্টেডিয়ামে ইয়ং টাইগার অনূর্ধ্ব - ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪-২০২৫ (বিভাগীয় পর্যায়) এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল হোসেন হাওলাদার, উপপরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদ, খুলনা বিভাগ।সভাপতিত্ব করেন জনাব মোঃ বকতিয়ার রহমান গাজী, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব, খুলন জেলা ক্রীড়া সংস্থা, এডহক কমিটি।প্রধান অতিথির বক্তৃতার পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি ইয়ং টাইগার অনূর্ধ্ব - ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় খুলনা জেলার জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।