
রাজধানীর ডেমরা থানার খাঁননগর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি ককটেল তৈরি করার সময়ে দুজনকে গ্রেফতার করেছে। পাশাপাশি বাড়িটি ঘিরে রেখেছে র্যাব। ঘটনাস্থলে যাচ্ছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।
সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ডেমরার একটি বাড়িতে নাশকতার উদ্দেশ্যে ককটেল তৈরী করার সময়ে হাতেনাতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে বিপুল পরিমাণ ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি পাওয়া গেছে। ঘটনাস্থলে ডাকা হয়েছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিম। খবর পেয়ে তারা রওয়ানা দিয়েছেন।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
ডিআই/এসকে