
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৪
সালের জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১ ডিসেম্বর বেলা ১১ টায় মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ ভবন কমপ্লে· এর সভাকক্ষে উপজেলা নির্বাহী
অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ বদরুদ্দোজা, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শহিদুল হক বাবুল, জামায়াত ইসলাম মোরেলগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ শাহাদাত হোসাইন, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোঃ ফারুক হোসেন সামাদ।এ সময় অন্যান্যদের উপস্থিতির মধ্যে জুলাই আগষ্ট ২০২৪ এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোচনা করেন উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, নিশানবাড়ীয়া নিবাশী মিরপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ মাহফুজুর রহমানের পিতা মোঃ আঃ মন্নান, গুলিতে আহত
মোঃ ইসলামের ভাই মোঃ শরিফুল ইসলাম, আমান উল্লাহ আল ফারাবীর পিতা মাওঃ মোঃ আনছার উদ্দিন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী মোঃ বজলুর রহমান, ছাত্র আন্দোলনের প্রতিনিধি সায়মন জিয়ন, মুছাদ্দিক বিল্লাহ তামিম প্রমুখ। আলোচনা শেষে আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জামায়াত ইসলাম মোরেলগঞ্জ উপজেলা শাখার আমীর ও আবু হুরাইরাহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শাহাদাত হোসাইন।