
পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া এক যুবককে হত্যার পর মরদেহ গুমের অভিযোগে সাবেক রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুজ্জামান এ আদেশ দেন।
মরদেহ গুমের অভিযোগে গত ১০ নভেম্বর সাবেক রেলপথ মন্ত্রী সুজনসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত করে পঞ্চগড় সদর থানায় মামলাটি করে আলামিনের বাবা মনু।
মামলার অন্য আসামিদের মধ্যে আছেন- পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা ও মজাহারুল হক প্রধান, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান ও সাধারণ সম্পাদক সাদমান সাকিব প্লাবন পাটোয়ারী, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক ও সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জল প্রমুখ।শুনানির আগে তাকে পঞ্চগড় জেলা কারাগার থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।এর আগে গত ১৬ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।