ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’

কচ্ছপিয়ায় সীমান্ত ব্যবসায়ীক লেনদেনের জেরে যুবক খুন, জড়িত সন্দেহে আটক-১

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়ায় সীমান্ত কারবার নিয়ে সৃষ্ট ঘটনায় এক যুবক খুন হয়েছে। যুবকের নাম শাহাবুদ্দিন (২৩)। সে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে। শনিবার (৩০ নভেম্বর ) রাত সাড়ে ১১টার দিকে শুকমুনিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্র ধরে জানায়,শনিবার রাত ১০ টার দিকে একদল যুবক সাহাবুদ্দিনকে বাড়ি থেকে ফোনে ডেকে নেয় ব্যবসার কথা বলে। সে ও ৭ লক্ষ টাকা নিঢে ঘটনাস্থলে যায়। ব্যবসার লেনদেন নিয়ে তাদের মধ্যে তর্কাতকি হয় ।এক পর্যায়ে এ লেনদেনে নিয়ে গরমিল হওয়ায় প্রতিপক্ষ তাকে এলোপাতাড়ি কুপাতে থাকে। এ ঘটনার খবর পেয়ে সাহাব উদ্দিনের চাচা ও স্বজনরা ঘটনাস্থলে তাদের উপর হামলা করে চোরাকারবারিরা। এ সময় তারা পুলিশ হ্যাল্প লাইন ( ৯৯৯) এ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সাহাব উদ্দিনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।অপর একটি সূত্রে জানান এ জনপ্রতিনিধি কর্তৃক দ্রুত উদ্ধার করতে না দেওয়ায় ও তার ইন্ধনে আহত সাাবুদ্দিনের অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে মারা যায়। লাশ ময়না তদন্ত শেষে অভিভাবকদের হাকে তুলে দেন পুলিশ। এদিকে পুলিশ একটি সূত্র জানান,তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। আর সেখানে উপস্থিত লোকজনের জেনে ঘটনায় সাথে জড়িত সন্দেহে আনছারুল্লাহ নামের এক জনকে আটক করেন তারা।

নিহতের পারিপারিক সূত্র জানান,সাহাবুদ্দিনকে পরিকল্পিতভাবে খুন করা হয়। সে কোন অবৈধ কাজের সাথের জড়িত না।

অপর একটি সূত্র জানান,খুন হওয়া সাহাবুদ্দিন মূলত চোরাচালান ব্যবসায়ী। ব্যবসার লেনদেন সংক্রান্ত বিরোধ ও সৃষ্ট ঘটনায় তিনি খুন হন। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী।অন্য এক বিশ্বস্থ সূত্র নিশ্চিত করে বলেন ঘটনার সময় এক রাউন্ড গুলির শব্দ শুনতে পান তারা। তবে কে বা কারা এ গুলি চালান তাে সঠিক তথ্য এ সংবাদ লেখাকাল পর্যন্ত কেউ পাওয়া পারেন নি।

বালুবাস গ্ৰামের ছুরুত আলমসহ অনেকে বলেন ভিন্ন কথা! তারা বলেন,মিয়ানমার সীমান্ত ব্যবসায়ী জহিরের ছেলে রিমন টাকা নিয়ে বাড়ি ফেরার পথে সাহাবুদ্দিন গং রা রিমনের কাছ থেকে অস্ত্র দিয়ে টাকা ছিনতাই কালে ঘটনা সূত্রপাত হয়। এসময় রিমনও গুরুত্ব আহত হয়।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) রাজস্ব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের একজনকে আটক করেছেন তারা। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ তৎপর। এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, বিষয় যাই হোক না কেন খুনের বিষয়ে যথাযত আইনী ব্যবস্থা নেয়া হবে। পুলিশ অভিযুক্তদের পাকড়াও করবে। ছাড় নেই। অভিযান শুরু হয়ে গেছে অলরেড়ি।

শেয়ার করুনঃ