
কক্সবাজারের মহেশখালী থেকে থ্রিজি রাইফেলসহ ৪টি আগ্নেঅস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় মো. সাজেদ নামের একজনকে গ্রেফতার করা হয়।
রবিবার (০১ ডিসেম্বর) কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এসব তথ্য জানান।
তিনি জানান,শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মহেশখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আসাদুর রহমান, এসআই আল আমিন ও এসআই মহসীন-সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মহেশখালী থানাধীন বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালায়। এসব ওই এলাকা হতে ৪টি অস্ত্র-সহ মো.সাজেদ নামক একজন আসামী গ্রেফতার করা হয়। আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি থ্রী জি রাইফেল,একটি দু’নলা বন্দুক,একটি এক নালা বন্দুক,একটি এলজি ও দশ রাউন্ড গুলি।
এ ঘটনায় মহেশখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
ডিআই/এসকে