
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে তাপমাত্রার পারদ কমে আসলেও দেখা মিলেছে ঝলমলে রোদের। হিমালয় পর্বতমালার কাছাকাছি হওয়ায় প্রতিবছরই পঞ্চগড়ে শীতের তীব্রতা বেশি থাকে। মৌসুম জুড়ে প্রায় দিনই তাপমাত্রার পারদ থাকে দেশের সর্বনিম্ন।রোববার ভোর ৬ টায় এ জেলায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
ঝলমলে রোদ থাকার ফলে জনজীবনে তেমন প্রভাবে পড়েনি। দুর্ভোগ তৈরি হয়নি শ্রমজীবীদের। তবে গত কিছুদিন ধরেই সন্ধ্যার পর হিমেল বাতাসে কাবু করছে এখানকার মানুষকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়ে।পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারি কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, গত কয়েকদিন ধরে ক্রমাগত তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল ভোর ৬ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর ৬টায় তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।