
শনিবার ( ৩০ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃেত্ব উপজেলা প্রশিক্ষক ও টাংগুয়ার হাওরে অবস্থিত গোলাবাড়ি ক্যাম্পের আনসার সদস্যরা হাওড়ে অবৈধ ভাবে মাছ ধরার ৩০০০ মিটার বেড় জাল ও ৬ জন জেলেকে আটক করে। জব্দকৃত আনুমানিক ৫ লাখ টাকার জাল ঘটনাস্থলে ইউ এন ও মহোদয়ের উপস্তিতিতে পুড়ে ফেলা হয়। আটক ৬ জন জেলেকে মোবাইল কোর্ট এর অধীন প্রাকৃতিক অভয়ারণ্যে অবৈধভাবে বেড়জালে মাছ ধরার জন্য প্রত্যেককে ১৫ দিনের জেল দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
ডিআই/এসকে