
এম,শাহজাহান,শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নকলায় চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে সুস্থ্য হয়ে ফিরে আসা আহতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নকলা সেনাক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন সজীব, জেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার (চান মিয়া), বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা মোহাম্মদ খাদেমুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খাঁন ও সদস্য সচিব আনোয়ার হোসেনসহ শহিদ পরিবারের লোকজন, আহত ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের প্রতিনিধিসহ অনেকে। এসময় উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের লোকজন, আহত ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য লাগবে বিশেষ দোয়া করা হয়। এতে দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী