
মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার :নওগাঁর আত্রাইয়ে স্নেহনীড় ফ্যান ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর আত্রাইয়ের ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের চকশিমলা হাই ইস্কুলের মাঠে স্নেহনীড় ফ্যান ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় কাসুন্দা ফুটবল একাদশ আত্রাই কে ১/৪ গোলে পরাজিত বিজয় লাভ করেন ঘোষপাড়া ফুটবল একাদশ আত্রাই।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম বান্দাইখাড়া ড্রিগ্রী কলেজের সহকারী অধ্যাপক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার আত্রাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএম নাসিম উদ্দিন উপজেলা যুব উন্নয়ন অফিসার,মোঃ জুয়েল রানা (টুয়েল)এর ব্যাবস্থপনায় সাজ্জাদ হোসেন তুতার সার্বিক তত্ত্বাবধানে ঘোষপাড়া ফুটবল একাদশ আত্রাই নওগাঁ বনাম কাসুন্দা ফুটবল একাদশ ফাইনাল খেলায় অংশ ২০২৪ অনুষ্ঠিত। প্রধান অতিথি মোঃ কামাল হোসেন বলেন মাঠ আছে যেখানে ফুটবল গড়াবে সেখানে। মাদক ও সন্রাস মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প কিছু নেই। খেলাটটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতে পারিনাই। আমরা আগামিতে আবারও এ খেলার আয়োজন করতে চাই। এবং আপনাদের সকলের সঙ্গে নিয়ে আত্রাই উপজেলা কে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত একটি আধুনিক স্মাট ও ক্লিন উপজেলা গরতে চায়।