ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন

সকল জুলুমের শেষ আছে, রক্তের বিনিময়ে দেশের মানুষ জুলুমের জবাব দিয়েছে : ব্যারিস্টার রুমিন ফারহানা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সকল জুলুমেরই শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছিল, যতদিন তারা বেঁচে থাকবে ততদিন ক্ষমতায় থাকবে। দেশের মানুষ তাদের জবাব দিয়ে দিয়েছে। তিনি বলেন, মানুষের সমর্থন ও ভালোবাসা যদি থাকে তাহলেই নেতা হওয়া যায়, রাজনীতি করা যায়। পদ-পদবি অনেক ভাবেই আসে কিন্তু নেতা তৈরী হয় মানুষের ভালোবাসায়। মানুষ যাকে নেতা মানে সেই নেতা হয়।

উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘সরাইলের নয়টি ইউনিয়নের মানুষ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, আমি ওয়াদা করছি যতদিন বেঁচে থাকব, আপনাদের এই ভালোবাসার ঋণ আমি পরিশোধ করব। ইন-শা-আল্লাহ। তিনি আরো বলেন, আশুগঞ্জে গ্যাস সংযোগের ব্যবস্থা করেছি। সরাইলের মা-বোনেরা যেন শান্তিতে রান্না করতে পারে সেজন্য যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেখানে গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা করছি। বিএনপির সাবেক এই মহিলা এমপি বলেন, সাড়ে তিন বছরের জন্য আমি সংরক্ষিত মহিলা আসনের এমপি হয়েছিলাম। সংসদে তিন’শ এমপির সামনে আমি একাই লড়েছি। একজন এমপির বরাদ্দ যা থাকে তার বিশ ভাগের একভাগ সংরক্ষিত মহিলা এমপির থাকে। আমার বরাদ্দের সবটুকু সরাইল ও আশুগঞ্জের মানুষের জন্য ব্যয় করেছি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমি আবার এমপি হতে পারলে সরাইল ও আশুগঞ্জের প্রতিটি ইউনিয়নের জন গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করব।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। সরাইলের বিভিন্ন ইউনিয়ন থেকে বর্ণাঢ্য সাজে-সজ্জিত হয়ে বাধ্যযন্ত্রের তালে নেচে নেচে এই সমাবেশে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ।

শেয়ার করুনঃ