
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ নিহতের ঘটনায় প্রতিবাদ ও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) জুমাবাদ বেতাগী মডেল মসজিদের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে পৌর শহরের টাউনব্রিজ এলাকায় এসে জড়ো হয় বিক্ষোভকারীরা।এ সময় বিক্ষোভকারীরা ‘দিল্লি না ঢাকা’, ‘চট্টগ্রামে জবাই করে, দিল্লিতে নৃত্য করে’, ‘তুমি কে? আমি কে? সাইফুল সাইফুল’, ‘ইসকন তুই জঙ্গি, আওয়ামী লীগের সঙ্গী‘ভারতীয় দালালদের রুখে দাও,রুখে দাও’,‘ইসকনের আগ্রাসন রুখে দাও, রুখে দাও’, ‘দালালি না রাজপথ,রাজপথ রাজপথ’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’,সারা বাংলায় খবর দে,ইসকনকে কবর দে’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ শ্লোগানে মুখরিত করে তোলো।বিক্ষোভ মিছিলে উপজেলা জামাতের সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান। সেই সাথে বেতাগী মডেল মসজিদের ইমাম ও খতিব আতিকুল ইসলাম চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফের হত্যার প্রতিবাদ জানান ও দ্রæত বিচার নিশ্চিতের দাবি করেন।