
ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে আতাহার আলী (৩২) নামে পরপর দুইবারের জেল পলাতক আসামিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত মধ্যে রাতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও গৌরীপুর সার্কেলের দিকনির্দেশনা মোতাবেক নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো.ফরিদ আহমেদ এর নেতৃত্ব একটি চৌকস টিম নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন থেকে উক্ত আসামিকে গ্রেফতার করে।
জানাগেছে, আসামি আতাহার আলী নান্দাইলের শেরপুর ইউনিয়নের মৃত হাফিজ উদ্দিনের পুত্র। গত ১৫ই আগষ্টে ভাংচুর ও লুটপাটের মামলায় ঢাকায় জিএমপি এর কাশিমপুর কারাগারে জেল হাজত বাস করছিল। সারাদেশে বৈষম্য বিরোধী গণআন্দোলনের সময় ওই কারাগার থেকে সে পালিয়ে যায়। এর পূর্বে নরসিংদীর মনোহরদী এলাকায় এক চুরির মামলায় নরসিংদী কারাগার থেকে সে পালিয়ে আসলে পরবর্তীতে ভাংচুর ও লুটপাটের মামলায় কাসিমপুর কারাগারে পুনরায় হাজত বাস করছিল। সেখান থেকেও পালিয়ে আসে। ৫ই আগস্টের পর আতাহার আলী নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের লংগারপাড় গ্রামে আত্মগোপনে করছিল এবং নান্দাইলের বিভিন্ন মাতব্বরির তাঁবেদারিতে লেগে পড়ে, যাতে করে কেউ তাকে সন্দেহ না করে। অবশেষে নান্দাইল মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে শুক্রবার ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ উক্ত পলাতক আসামির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীরা অপরাধ করে যতই আত্মগোপনে থাকুক না, সে যেই হোক অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না।