
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে ২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ২০২৪ ইং তারিখে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ সাবেত আলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঞ্চগড়, মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সদর পঞ্চগড়, আমিরুল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পঞ্চগড়, মোঃ মিজানুর রহমান সহকারী কমিশনার পঞ্চগড়, পঞ্চগড়, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, মাওলানা ইকবাল হোসাইন সূরা সদস্য কেন্দ্রীয় মজলিস বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড়, অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্য, আহতরা নিজে, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা স্মরণ সভায় অংশগ্রহণ করেন।
এ সময় সকলেই নিজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে আহতদের আরোগ্য ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।