
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতা ও সড়কে প্রতিকন্ধতা সৃষ্টি করে রাষ্ট্রিয় সম্পদ ধ্বংসের চেষ্টার অভিযোগে ৯৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও রিষ্ফোরকদ্রব্য আইনে করা মামলায় দুই ইউপি চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ দুজনের মধ্যে আলম কোম্পানী জেলা আওয়ামী লীগ নেতা ও ইমরান উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারি
বৃহস্পতিবার দুপুরে এ দু’জন চেয়ারম্যান বান্দরবানের একটি বিজ্ঞ আদালত ওই মামলায় জামিন নিতে আবেদন করলে তাদের জামিন না মন্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
চেয়ারম্যান দু’জন হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানি ও দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরান।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১০ নভেম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউপির বিছামারা এলাকায় নাশকতার অভিযোগে এ দুই চেয়ারম্যানসহ ৬৮ জনের নাম উল্লেখ করে আর ৩০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মোট ৯৮ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে এ দু’চেয়ারম্যান বান্দরবানের একটি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে বান্দরবানে সেই আদালতের পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তারা দু’জনই জামিন আবেদন করেছিলেন।