
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী একে হাইসলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ২০২৪ সালের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক বনভোজন বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্যাক্টর একেএম শহিদুল ইসলাম,সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মো. অনিচুর রহমান প্রমুখ। আমতলী একে হাইসলগ্ন সরকারী প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক একেএম জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা শেষে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীওে সাফল্য কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এসময় ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানে তাদের বিদায়ী বক্তব্য তুলে ধরেন।স্কুলের শিক্ষকের ছাত্র ছাত্রদের সমাপনী পরীক্ষা বিষয়ক গুরুত্বপূর্ন গাইডলাইন দেন এবং গভর্নিং বডির সদস্যরা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে
গুরুত্বপূর্ন উপদেশ দেন। বিদায়ী ছাত্রছাত্রীদেরকে ফুল ও কলম দিয়ে বরন করে নেয়া হয়।