
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স হিফজুল কুরআন মাদ্রাসা’র শিক্ষার্থীদের সবক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী বাজার সংলগ্ন হিফজুল কুরআন মাদ্রাসা’য় আনুষ্ঠানিকভাবে সবক প্রদান সম্পন্ন হয়।পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্সে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং মোহাম্মদীয়া কমপ্লেক্সের সুপার মাওলানা সূফী আহমদ উল্যাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিফজুল কুরআন মাদরাসার অন্যতম উদ্যোক্তা নুরুল আবছার ভূঁইয়া, তালতলা ফকিরিয়া জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন রাকিব, সোনা পাহাড় রহমানিয়া মঈনিয়া ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আজিজুর রহমান, মোহাম্মদীয়া কমপ্লেক্স হেফজ বিভাগের শিক্ষক হাফেজ আব্দুর রহিম, মোহাম্মদীয়া কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা জাগ্রত প্রতিভার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকতার হোসেন, ইগনাইট মিরসরাই’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ভূঁইয়া, সাংবাদিক কামরুল ইসলাম, ওমান প্রবাসী নজরুল ইসলাম সুমন, আরব আমিরাত প্রবাসী আজাদ হোসেন ছাড়াও আশরাফ উদ্দিন, মোখলেছুর রহমান, খুরশিদ আলম।সবক প্রদান অনুষ্ঠানে দুইজন শিক্ষার্থী যথাক্রমে আলী হোসেন ও আরাফাত হোসন’কে সবক দেন ইসলামপুর মানিক মিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বেলাল হোসাইন এবং উপস্থিত সকল শিক্ষার্থীদের’কে সবক দেন জামালপুর বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা ডাক্তার নুরুন নবী।সবক প্রদান অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদীয়া কমপ্লেক্সের সুপার সূফী আহমদ উল্যাহ। হিফজুল কুরআন মাদরাসার সবক প্রদান অনুষ্ঠানে মোহাম্মদীয়া কমপ্লেক্সের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মরহুম হাফেজ নুরুল আলম ও নুরুল ইসলাম এর পরিবারের পক্ষ থেকে মোহাম্মদীয়া কমপ্লেক্স হিফজুল কুরআন মাদরাসার জন্য ভূমি দান করেন। চলতি বছরের ৫ জানুয়ারী হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী বাজার সংলগ্ন সদ্য প্রতিষ্ঠিত হিফজুল কুরআন মাদ্রাসা সাত জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।