
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতি মাসে অপরাধ বিশ্লেষণ, অপরাধ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের কর্মোদ্দীপনা বাড়াতে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
এবার গত সেপ্টেম্বর মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)’র ৮ বিভাগের মধ্যে মাদক উদ্ধারে শ্রেষ্ঠ হলেন ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) খন্দকার আরাফাত লেনিন ।
সোমবার ( ১৬ অক্টোবর ) ডিএমপি সদর দপ্তরে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে এ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
পুরস্কার পাওয়ার বিষয়ে জানতে চাইলে এডিসি আরাফাত লেনিন বলেন,শহরের নতুন কমিশনার স্যারের প্রথম অপরাধ সভার স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। আরও কাজ করার উৎসাহ পেলাম।
ডিবি’র মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত ও সন্মাননা লাভ করায় ডিবি প্রধান হারুন অর রশিদ ও ওয়ারী বিভাগের ডিসি আবদুল আহাদসহ সংশ্লিষ্ট সকলকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। কারণ তাদের সার্বিক সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে।
ডিআই/এসকে