
পিরোজপুরের নাজিরপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল বুধবার(২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের উদ্যোগে এ মতবিনিময় সবার আয়োজন করা হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক অনুপ কুমার শিকদার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ ,নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান , প্রবীন সাংবাদিক সঞ্জীব কুমার রায়,
এসময় উপস্থিত ছিলেন , কালবেলা প্রতিনিধি উথান মন্ডল, যুগান্তর প্রতিনিধি লাহেদ মাহমুদ, আমাদের কন্ঠ প্রতিনিধি তৌফিক ইসলাম দেলোয়ার,আজকের দর্পণ প্রতিনিধি এস এম রোকনুজ্জামান,নয়া দিগন্ত প্রতিনিধি আল আমিন হাজরা, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি এস এম মাজেদুল কবির রাসেল, ইনকিলাব প্রতিনিধি জাহিদ হক, যায় যায় দিন প্রতিনিধি মশিউর রহমান, কালের কন্ঠ প্রতিনিধি অহিদুজ্জামান চঞ্চল, মানবজমিন প্রতিনিধি হাসান তালুকদার,আজকের বসুন্ধরা প্রতিনিধি সফিকুল ইসলাম, গ্রামের সমাজ প্রতিনিধি সাজ্জাদুর রহমান প্রমূখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ তার বক্তব্য বলেন,
সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এছাড়াও তিনি তার বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।