
পটুয়াখালীতে জেলা পর্যায়ের সকল কর্মকর্তা এবং বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ/ সুপারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ রায়হান কাওছার, বিভাগীয় কমিশনার, বরিশাল। এ সভায় এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) বরিশাল।
উক্ত সভায় এসময় সভাপতিত্ব করেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী। এসময় এ সভায় পটুয়াখালী জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন,নানা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, জেলা প্রশাসনের নানা স্তরের কর্মকর্তা -কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।