
“ছাত্র – জনতা লড়বে মাদকমুক্ত বাংলাদেশ গড়বে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজে মাদকমুক্ত ক্যাম্পাস শীর্ষক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে কলেজ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খায়রুজ্জামান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভীর জামান (প্রতীক)।
সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তর্পনেন্দু মন্ডল,সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন,