ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

‘বিএনপি জনগণের দল, এই দলে হাইব্রিডদের জায়গা নেই ‘কেন্দ্রীয় নেতা :সেলিম ভূইয়া

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সম্মেলনে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে আয়োজিত সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বক্তব্যে বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘দেশের মানুষ নির্বাচন চায়, সংস্কার করবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সব সংস্কারের দায়িত্ব আপনাদের না। আপনারা নির্বাচন নিয়ে যেটুকু দরকার, সেটুকু সংস্কার করেন। শেখ হাসিনার মতো বিলম্ব করবেন না।যদি সদিচ্ছা থাকে, তাহলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন।’

শেখ হাসিনার আমলে মানুষকে শোষণ করা হয়েছে।
৫ আগস্ট শেখ হাসিনা যদি সেদিন পালিয়ে না যেতেন, তাহলে রাজপথে পাথর নিক্ষেপে মারা পড়তেন। তিনি দেশে থাকলে বুঝতেন মৃত্যু কাকে বলে। মৃত্যু যন্ত্রণা কী, সেটা তিনি বুঝতে পারতেন।

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার বাবার শাসনামলে মানুষ ভাতের মার পায়নি। হাড় নিয়ে মানুষ আর কুকুরের টানাটানি দেখেছি, কঙ্কালসার মানুষ মরে রাস্তায় পড়ে থাকতে দেখেছি। শেখ মুজিব ছিল রাজনৈতিক গুণ্ডা।তার ছেলে ব্যাংক লুট করেছে, সেনা কর্মকর্তার স্ত্রী অপহরণ করেছিল। এমন যারা দেখেছে তারা তো আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা নয়।

শেখ হাসিনার শাসন আমলে মানুষকে শোষণ করা হয়েছে উল্লেখ করে বলেন, দেশের জনগণ ও নেতাকর্মীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে ন্যায় বিচার বলতে কোন কিছু ছিল না জনগণ তা পায়নি। দেশের মানুষ ছিল জিম্মি। সেই সরকারের দোসররা এখন পতনের পর বিএনপির নানান পর্যায়ের নেতাদের সঙ্গে যোগ দিয়ে বিএনপিকেও বিতর্কিত করতে চাচ্ছে। বিএনপি জনগণের দল, এই দলে হাইব্রিডদের জায়গা নেই।

আমাদের ছাত্র-জনতা জুলাই বিপ্লবে দীর্ঘদিন আন্দোলন করেছেন। এই জনতা কারা ছিল? এই জনতা আদলে ছিল বিএনপি। বিএনপি ছাত্রদের সবকিছু দিয়ে সহায়তা করেছে।তিনি বলেন, ছাত্ররা একপর্যায়ে মাঠে যখন নিয়ন্ত্রণ করতে পারছিল না, তখন বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে। সব নির্দেশনা ছিল তারেক রহমানের। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছে বিএনপি।বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিম ভূইয়া।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভূইয়া। আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্যসচিব সিরাজুল ইসলাম,জেলা মহিলা দলের নেতৃবৃন্দ,আখাউড়া পৌর বিএনপির আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া, সদস্যসচিব মো. আক্তার খান, কৃষক দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ