
নবাগত রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও রূপসা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক আকাশ কুমার কুন্ডু বলেছেন, সাংবাদিকরা হল জাতির বিবেক। আর তারাই হল জাতিকে জাগ্রত করার প্রধান হাতিয়ার।
এ কারণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। পুরণ করতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। তাই সবাইকে একযোগে দেশসংস্কারের পক্ষে কাজ করতে হবে। তাহলে আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি ২৭ নভেম্বর সন্ধ্যায় রূপসা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রূপসা প্রেসক্লাব আয়োজিত সভায় ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, রূপসা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দৈনিক খুলনার বার্তা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাঁন আঃ জব্বার শিবলীর পরিচালনায় বক্তৃতা করেন সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, তরুণ চক্রবর্তী বিষ্ণু, সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক খাঁন মিজানুর রহমান, কৃষ্ণ গোপাল সেন, তরিকুল ইসলাম ডালিম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, আখতার খাঁন, আবু হারুন-অর রশিদ, মুস্তাফিজুর রহমান, মোঃ শাহরিয়ার হোসেন মানিক, আশিকুর রহমান বাবু, বি এম শহিদুল ইসলাম, নাঈমুজ্জামান শরিফ, চন্দন ভট্টাচার্য্য, তুরান মল্লিক, মো: আব্দুস সালাম প্রমূখ।