
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০২৪ সালের জুলাই- আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের অফির্সাস ক্লাবের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার ত্রিরতন চাকমার সঞ্চলনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো.মাসরুরুল হক। তিনি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সাইফুল ইসলাম মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ইনামুল হক, ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, মমতাজ উদ্দিন,উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লাহ চুট্র,সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, সহ-সভাপতি নুরুল আবছার সোহেল, উপজেলা ছাত্র দলের সভাপতি জিয়াবুল হক জিয়া, বাংলাদেশ জামায়াত ইলসামীর সাকেক উপজেলা সেক্রাটারী মাহামুদুল হক বাহাদুর,উপজেলা যুবদলের আহবায়ক আবু ছুফিয়ান চৌধুরী, ছাত্র শিবিরের কলেজ সভাপতি নুর সাদেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: হোসাইন, প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, সদস্য সাংবাদিক আব্দুর রশিদ প্রমূখ।
এসময় বক্তরা জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করে বলেন, সারা দেশের ন্যায় গণঅভ্যুত্থানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মৃত মতিউর রহমানের ছেলে সাইফুল ইসলাম মামুন আহত হয়েছেন। গণঅভ্যুত্থানে
অংশগ্রহণকারী মামুনসহ সকলের সুস্হতা ও দীর্যায়ু কামনা শহীদের রুহের মাফফেরাত কামনায় দোয়া করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন কর্মরত কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।