
বেপরোয়া গতিতে মোটরসাইকেল ধাক্কায় নিহতের ঘটনায় মামলার পলাতক আসামী ও ঘাতক গাড়ি আটক করেছে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ৬টা নাগাদ চট্ট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া বাজার এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো,বান্দরবান জেলার লামা থানার খেদারবন এলাকার কাউছার আহম্মদ(২৪)।
সোমবার দুপুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো.খায়রুল আলম।
তিনি জানান, গত ( ৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন হারবাং মাজার গেইট নামক স্থানে চট্ট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াগামী অজ্ঞাতনামা মোটর সাইকেল এর অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে রোকসানা আকতার (৩০) কে ধাক্কা দিলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় চকরিয়া থানার মামলা নং-০৯(১০)২৩, ধারা- ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৫/৯৮/১০৫ রুজু হয় এবং চিরিঙ্গা হাইওয়ে থানার এস.আই(নিঃ) খোকন কান্তি রুদ্র তদন্তভার গ্রহণ করেন। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত দূর্ঘটনায় ঘাতক মোটরসাইকেলের চালককে আটক করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ডিআই/এসকে