
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার আয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়েসর্বসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ নভেম্বর ১২টার দিকে পৌরসভার আয়োজনে পৌর প্রশাসক ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, জামায়াত ইসলাম উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসাইন,পৌর আমির মোহাম্মদ রফিকুল ইসলাম,পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক সামাদ হোসেন ফারুক।
এসময় অন্যান্যদের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,বৈষম্য বিরোধী আন্দোলনের উপজেলা শাখার প্রতিনিধিবৃন্দ,বাজার ব্যবসায়ীসহ ,সাংবাদিকবৃন্দ ও পরিছন্নতা কর্মী।
বক্তারা সকলে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও বিভিন্ন জায়গায় বর্জ্য অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ পৌরসভার সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন এবং এর সমাধানের জন্য পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।