কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ “খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বোদা বাজার বণিক সমিতির উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৭ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিক ভাবে এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ ফরহাদ হোসেন আজাদ।বোদা বাজার বণিক সমিতির আয়োজনে সমিতির সভাপতি ও বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্বে উক্ত ফুটবল টুর্ণামেন্টে উদ্বোধনী বক্তব্য রাখেন, বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ ফরহাদ হোসেন আজাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন. বোদা থানার অফিসার ইনচার্জ মো. আজি মউদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, বোদা বাজার বণিক সমিতির প্রচার সম্পাদক জাভেদ মজুমদার খসরু প্রমুখ।
৮ দলের মধ্যে এই উদ্বোধনী টুর্ণামেন্টের প্র্রথম খেলা নীলফামারী ফুটবল একাডেমি নীলফামারী বনাম দিনাজপুর দলুয়া সমাজ কল্যাণ সমিতি দিনাজপুর অংশগ্রহণ করেন।খেলায় উভই দলের গোল না হলে ট্রাইব্রেকারে নীলফামারী ৪ দিনাজপুর ৩ গোলে দিনাজপুর দলুয়া সমাজ কল্যাণ সমিতি দিনাজপুর কে পরাজিত করে বিজয়ী হোন নীলফামারী ফুটবল একাডেমি নীলফামারী।